fbpx

ছবির মানুষ দুজনকে কি চেনা যায়?

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হুট করে ছবির দুজন মানুষকে চিনতে কিছুটা তো কষ্ট করতেই হবে। প্রথমজনকে সহজে চেনা গেলেও দ্বিতীয়জনকে চিনতে হলে একটু তো মাথা ঠান্ডা করে ভাবতে হবে আপনাকে।

প্রথম দেখায় নারী মনে হলেও আসলে তিনি জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। অভিনয় করতে গিয়ে নানান সময় বৈচিত্রময় সব রূপে হাজির হতে হয় দর্শকের সামনে। তেমনি ‘টুইন ভিলেজ’ নাটকে এই রূপে হাজির হতে যাচ্ছেন মিলন।

আজাদ কালাম ও সুজিত বিশ্বাসের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম।

এ নাটকে আরও অভিনয় করেছেন, শ্যামল মওলা, শশী, সালহা খানম নাদিয়া, আরফান আহমেদ, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, রহমত আলী, শামীমা নাজনীন, প্রাণ রায়, মম মোর্শেদ, এ্যানি খান, পুনম জুঁই, দীপান্বিতা, সুজিত বিশ্বাস প্রমুখ।

৮ জুন থেকে প্রতি মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ১০টায় ধারাবাহিক নাটকটি আরটিভিতে প্রচার হবে।

Advertisement
Share.

Leave A Reply