fbpx

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বন্ধ চমেক,সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের শনিবার সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।

শনিবার (৩০ অক্টোবর) অধ্যক্ষ সাহেনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার দুপুরে একাডেমিক কমিটির জরুরি বৈঠক হয়। ওই বৈঠক থেকে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংঘর্ষের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ।

এদিকে পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে মাহফুজুল হক, নাইমুল ইসলাম ও আকিব হোসেন নামের তিনজন আহত হন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘শুক্রবার রাতে মেডিকেল কলেজ হোস্টেলে দুই গ্রুপের কথাকাটাকাটি হয়েছিল। এর জের ধরে সকালে ক্যাম্পাসে সংঘর্ষ হয়।’

Advertisement
Share.

Leave A Reply