একটি ছোট্ট ভিডিও নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন অভিনেত্রী পরীমণি। ভিডিওতে দেখা যায়, ছোট্ট রাজ্য পরম নির্ভরতায় ঘুমিয়ে আছে মায়ের কোলে, যেন পৃথিবীর সব শান্তি, সব নির্ভরতা এখানেই!
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায় পরী যেখানে বড় হয়েছেন সেই পিরোজপুরে, পরীর নানার বাসায় প্রথমবারের মত ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছেন পরী।
পরীকে দেখে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করেছে। মা হওয়ার আগের পরী এবং পরের পরী…যেন হিসেবে ঠিক মেলে না। সেই চঞ্চল পরী যেন রাজ্যের মায়ায় ডুবে একেবারে হয়ে গেছেন শান্ত। মাতৃত্বই তাকে পালটে দিলো এতটা!
নানা বাড়িকে পরী সবসময় বলে এসছেন নিজের বাড়ি। তাই বলা যায় ছেলেকে নিয়ে প্রথমবারের মত নিজের বাড়িতে গিয়েছেন নায়িকা পরীমণি। শেকড়ের টান বলে কথা, ছেলেকে বঞ্চিত করা চলবে না একদম। তাইতো ছেলেকে নিয়ে পরীর এই অভিযান..
প্রতিমাসেই ঘরোয়া পরিবেশে ছেলের জন্মদিন পালন করেন পরী। সঙ্গী অবশ্যই রাজ। ছেলের মুখে ভাত দেন সুবিধাবঞ্চিত বাচ্চাদের সাথে নিয়ে। পরী মানেই মায়ায় ভরা মমতার হাত।
ছেলেই যেন পরী সকল ধ্যান জ্ঞান, বলা যায়, ক্যারিয়ারের তুজ্ঞে থাকতেই পরী মা হয়েছেন, সন্তান জন্মের পরেই একজন মায়ের শরীরে আসে কিছু পরিবর্তন, অনিদ্রা, মুটিয়ে যাওয়াসহ যোগ হয় অনেক ধরনের হরমোনাল চেঞ্জ, সবকিছু মানিয়ে নিয়ে বা মেনে নিয়ে আগের মত ফিট হয়ে ওঠা একজন মায়ের জন্য মুখের কথা নয়। পরী কবে আবারও ফিট হয়ে পর্দায় ফিরবেন, সেই অপেক্ষাতেই দিন গুনছে ঢালিউড সুপারস্টারের অগণিত ভক্তরা।