fbpx

জন্মদিনে আলফ্রেড খোকনের নতুন কবিতা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবি আলফ্রেড খোকন ১৯৭১ সালের ২৭ শে জানুয়ারি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। বরিশালের বিএম কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করা এ কবি নিজের কর্মজীবন শুরু করেন সাংবাদিকতার মধ্য দিয়ে। সংবাদপত্রের মাধ্যমে সাংবাদিকতা শুরু করলেও পরবর্তীতে তিনি টেলিভিশনে কাজ শুরু করেন। সাহিত্যপত্র ‘নন্দন’ এর সম্পাদক তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে- ‘উড়ে যাচ্ছে মেঘ’, ‘সম্ভাব্য রোদ্দুরে’, ‘মনে আসছে যা যা’, ‘ফাল্গুনের ঘটনাবলী’, ‘মধু বৃক্ষ প্রতারণা বিষ’, ‘সে কোথাও নেই’, ‘আলের পাড়ে বৈঠক’ এবং ‘সাধারণ কবিতা’ উল্লেখযোগ্য। কবির জন্মদিন উপলক্ষে বিবিএসবাংলার পাঠকদের জন্য থাকছে তার একটি নতুন কবিতা।

পথ

সারাদিন সন্ধ্যা সন্ধ্যা ভাব;
যেন আসন্ন রাত্রি ছাড়া
আর কোনো দাবি নেই কারও
অপরিচিত পথ ঘাট
গন্তব্যে পৌঁছানোর আগেই যদি সন্ধ্যা নেমে আসে
জানাশোনা নেই এখানে!
প্রত্যন্ত অঞ্চল, বিচ্ছিন্ন কয়েকটি ঘরবাড়ি ছাড়া
হোটেল রিসোর্ট নেই কোনো;
তাও একটু পরে মিলিয়ে যাবে অন্ধকারে!
মনে হচ্ছে সোনাপাড়া গ্রাম থেকে রাখালের মত
হাই হাই করে
শীতের কুয়াশা সন্ধ্যাকে তাড়িয়ে নিয়ে আসছে
এই দিকে

হঠাৎ ধূ ধূ হয়ে আসছে ঐ কেউ, ধূলো উড়িয়ে,
সাইকেল টায়ারে খেলতে খেলতে
পথের ভিতর এক ছোট্ট শিশু উদ্বেগহীন,
যেন বাড়ি ফেরার কোনো তাড়া নেই!
বাড়ির ধারণাও তার আছে কিনা সন্দেহ

আমরা দু’জন তাকে জিজ্ঞেস করলাম-
‘এই শোনো, তুমি কি বলতে পারও
আমরা যে পথে আছি এর কিনারা কোথায় হবে?
শিশুটির মৃদু উত্তর-
‘আগাও, পথই তোমায় নিয়ে যাবে!’

Advertisement
Share.

Leave A Reply