fbpx
BBS_AD_BBSBAN
২৯শে সেপ্টেম্বর ২০২৩ | ১৪ই আশ্বিন ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

জরুরি অপারেশন দরকার মুমিনুলের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। শুরুতে ধারণা করা হয়েছিলো চোট খুব গুরুতর নয়, তবে দুশ্চিন্তার খবরটা পাওয়া গেছে সোমবার (৩০ নভেম্বর) সকালেই।

মুমিনুলের চোট পাওয়া হাড়ে ফ্র্যাকচার ধরা পরেছে। সাধারণ ফ্র্যাকচারের চাইতে একটু জটিল এই চোটের জন্য অপারেশনের বিকল্প নেই। অলরাউন্ডারকে নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড সূত্র।

জানা গেছে, সর্ব্বোচ্চ দ্রুততার সাথে মুমিনুলের অপারেশন করানো হবে। আপাতত, কোভিড-১৯ মহামারি এবং সময় স্বল্পতার কারণে মুমিনুলের অপারেশন বিদেশে করানো সম্ভব কিনা, সেটা নিশ্চিত নয় বিসিবি। সে কারণে দেশেই হতে পারে মুমিনুলের অপারেশন।

এই ধরনের অপারেশনের পর সেরে উঠতে সময় লাগে প্রায় মাস খানেক। আবার ইনজুরির ধরণের কারণেও দ্রুত অপারেশন করাটা জরুরী। এক মাসে সেরে উঠলে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে টাইগারদের নেতৃত্ব দিতে পারবেন মুমিনুল হক, সে কারণেই দ্রুত অপারেশনের পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement
Share.

Leave A Reply