fbpx

জরুরি জলবায়ু অবস্থা ঘোষণার আহ্বান জাতিসংঘের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জরুরি জলবায়ু অবস্থা ঘোষণার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। শনিবার প্যারিস জলবায়ু চু্ক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে এক ভার্চুয়াল সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

জাতিসংঘ, যুক্তরাজ্য ও ফ্রান্সের আয়োজনে এই সম্মেলনে যোগ দেন বিশ্বের অন্তত ৭০টি দেশের নেতা। তাদের বেশিরভাগই ২০২১ সালের শেষদিকে স্কটল্যান্ডের গ্লানগোতে হতে যাওয়া গুরুত্বপূর্ণ আলোচনার আগে দৃঢ় পদক্ষেপ নেওয়ার অঙ্গিকার করেন।

গুতেরেস বলেন, এর মধ্যেই ৩৮টি দেশ জরুরি জলবায়ু অবস্থা ঘোষণা করেছে।  অন্যান্য বিশ্বনেতাকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,-‘যখন কার্বন নিরপেক্ষতা অর্জিত হবে তখনই এই জরুরি অবস্থা শেষ হবে।‘

মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ধনী দেশগুলো নিম্নমাত্রার কার্বন জ্বালানির তুলনায় জীবাশ্ম জ্বালানিতে ৫০ শতাংশের বেশি নগদ অর্থ ব্যয়ের সমালোচনা করেছেন গুতেরেস।

তিনি বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের ওপর পাহাড়সম ঋণের বোঝা চাপিয়ে দেবে যেই নীতিগুলো সেগুলোর জন্য আমরা এই সম্পদ ব্যবহার করতে পারি না।’

Advertisement
Share.

Leave A Reply