fbpx

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত করা হলো স্নাতকে ভর্তি

Pinterest LinkedIn Tumblr +

কোভিড-১৯ পরিস্থিতি আরও অবনতি হওয়ায় স্থগিত করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামীকাল ৮ জুন ও আগামী ২৩ জুন।

আজ সোমবার (৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি কমিটির সভার এই সিদ্ধান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনা মহামারীর কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পূর্বঘোষিত ৮ জুন ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও ২৩ জুন ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হলো’।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, ভর্তি সম্পর্কিত সকল কার্যক্রম ও নির্দেশনা বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

Share.

Leave A Reply