fbpx

হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবার জানুয়ারিতে হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা । করোনা পরিস্থিতির উন্নতি হলে সীমিত পরিসরে হতে পারে ।

প্রতিবছর পহেলা জানুয়ারি শেরে বাংলা নগরে শুরু হয় মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে শোনা যাচ্ছে এখন থেকে শেরে বাংলা নগরে নয়,পূর্বাচলের স্থায়ী জায়গায় বসবে বাণিজ্যমেলা।

এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, পরিস্থিতির উন্নতি হলে আগামী বছরের মাঝামাঝিতে এই মেলা হতে পারে। সেক্ষেত্রে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরের নির্ধারিত জায়গায় ২৬তম বাণিজ্য মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি ।

করোনার কারণে অনেকদিন বন্ধ থাকলেও পূর্বাচলে আবার শুরু হয়েছে মেলা প্রাঙ্গণের প্রস্তুতি। ২০ একর জায়গার এই প্রদর্শনী কেন্দ্রের প্রস্তুতি চলছে স্থায়ী বাণিজ্য মেলার জন্য।

পিপিবির তথ্যমতে, চীনা প্রতিষ্ঠানের সহঅয়তায় বাণিজ্য মেলার কেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় ৯৮ ভাগ। এখন চলছে এর সাজসজ্জা।

ব্যবসায়ীদের দাবি, দেশের সবচেয়ে এই বড় মেলার আয়োজনকে সফল করতে সঠিক অবকাঠামোর উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সহজ যোগাযোগ ব্যবস্থা।

Advertisement
Share.

Leave A Reply