fbpx

জাপানে চলছে সাকুরা মৌসুম!

Pinterest LinkedIn Tumblr +

জাপানে চলছে এখন চেরি ফোটার মৌসুম। দেশটিতে এই ফুলটিকে বলা হয় সাকুরা ফুল।

ফুলে ফুলে ছেয়ে গেছে রাজধানী টোকিওর রাস্তার পাশের চেরি গাছ গুলো। এ যেন নন্দন-কানন।

জাপানে চলছে সাকুরা মৌসুম!

ফুলে ফুলে ছেয়ে গেছে রাজধানী টোকিওর রাস্তার পাশের চেরি গাছ গুলো।
ছবি: সংগৃহীত

কর্মব্যস্ত জাপানিদের কাছে এই মৌসুমটা ভীষণ ব্যস্ত। পরিবার পরিজন নিয়ে রাস্তায় ফুলে সৌন্দর্য উপভোগে বেড়েছে আনাগোনা। প্রতিদিনই যেন উৎসব চলছে। তবে করোনাভাইরাসের কারণে আগের বছর গুলোর তুলনায় উৎসবে খানিকটা ভাটা পড়েছে বলেও জানায স্থানীয়রা।

Share.

Leave A Reply