fbpx

জাবিতে শীতকালীন ছুটি বাতিল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শীতকালীন ছুটি বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনার ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের এই ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নুরুল আলম।

তিনি বলেন, চলতি মাসের ২২ থেকে ২৯ ডিসেম্বর শীতকালীন ছুটি ছিল। তবে এবারের সব ছুটি বাতল করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

সিন্ডিকেট সূত্র জানায়, করোনার ক্ষতি পুষিয়ে নিতে চলতি বছরের এই ছুটি বাতিল করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা চালু থাকবে। পাশাপাশি সব প্রশাসনিক কার্যক্রমও চালু থাকবে।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হয়।

Advertisement
Share.

Leave A Reply