fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

জার্মানিতে বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা শত ছাড়িয়েছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জার্মানিতে কয়েকদিনের ভারী বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে হাজারো মানুষ। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি পার করছে দেশটি।

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বন্যা কবলিতদের সব রকমের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সবচেয়ে বেশি খারাপ অবস্থা নর্থ রাইন ওয়েস্টপেলিয়া ও রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশে। পশ্চিমের জেলা আহরওয়াইলারের বেশ কিছু স্থাপত্য ধসে পড়েছে। এখানে এখনও  ১ হাজার ৩ শ জন নিখোঁজ রয়েছে। এসব এলাকায় উদ্ধার অভিযান চলছে।

বাড়ির ভেতর পানি ঢুকে যাওয়ায় অনেক বাসিন্দাই ছাদে আশ্রয় নিয়েছেন। তাদের হেলিকপ্টারে খুঁজে উদ্ধারের চাষ্টা করা হচ্ছে। মোতায়েন করে হয়েছে প্রায় সাড়ে আটশ সেনাবাহিনী।

বন্যা কবলিত বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। রাইন নদীতে বন্ধ রয়েছে নৌ চলাচল। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও।

টানা বৃষ্টিতে পশ্চিম ইউরোপের নদীগুলো প্লাবিত হয়ে প্রতিবেশী দেশগুলোতেও বন্যা দেখা দিয়েছে। বেলজিয়ামে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বন্যা দেখা দিয়েছে নেদারল্যান্ডসেও। রাজনৈতিক নেতাকর্মীরা এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ি করছেন।

Advertisement
Share.

Leave A Reply