fbpx

জার্মানিতে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত ২১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জার্মানির পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ২১ জন মারা গেছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য দিয়েছে।

সবচেয়ে খারাপ অবস্থা রাইনল্যান্ড-প্যালেটিনেট রাজ্যে। এখানে বেশ কিছু বাড়ি-ঘর পানিতে ডুবে গেছে। অন্তত ৫০ জন মানুষ বাড়ির ছাদে উদ্ধার কর্মীদের জন্য অপেক্ষা করছে।

নিখোঁজদের বেশির ভাগই পাহাড়ী আইলেফ এলাকার বাসিন্দা। এখানে বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

দুর্যোগ কবলিত এলাকায় স্থগিত রয়েছে সড়ক ও রেল যোগাযোগ। রাইন নদীতে বন্ধ রয়েছে নৌ চলাচল। এছাড়া বেশ কিছু স্কুলও বন্ধ করে দেয়া হয়েছে।

আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারে কিছু এলাকায় হেলিকপ্টার নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।

Advertisement
Share.

Leave A Reply