fbpx

জিতে যাচ্ছি আমরা : বাইডেন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল এখনো আসেনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভোট গণনায় এগিয়ে থাকায় নির্বাচনে স্পষ্ট জয়ের আভাস দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

শুক্রবার রাতে ডেলাওয়ারের উইলমিংটন থেকে দেওয়া এক ভাষণে জো বাইডেন দৃঢ়কণ্ঠে জানান, তিনি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ভোট গণনায় কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকায় বাইডেনের প্রচার শিবির উইলমিংটনে উৎসবের প্রস্তুতি নেন তার সমর্থকরা। সেখানেই জনসমক্ষে ভাষণ দিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভাষণে জো বাইডেন যুক্তরাষ্ট্রবাসীকে আহ্বান জানিয়েছেন, তার পেছনে দাঁড়াতে। জো বাইডেন বলেন, ‘ভোট ঘিরে সকল তিক্ততা ভুলে সামনের দিকে তাকাতে হবে। যুক্তরাষ্ট্রকে আরও এগিয়ে নিতে হবে।’

Advertisement
Share.

Leave A Reply