fbpx

জেনে নিন,পাসওয়ার্ড ভুলে গেলেও ফোন আনলক করার উপায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করেন অথচ ফোন লক করা নেই, এমন মানুষ খুঁজে পাওয়া ভার! এই ফিচার ব্যবহারে যেমন সুবিধা আছে, তেমনি অসুবিধাও রয়েছে। হঠাৎ করে যদি আপনার এই লক ভুলে যান, বিশেষ করে যারা ভুলোমনা, তাদের জন্য তো এটি আরও বিপত্তিকর।

কেননা আপনি যদি এই পাসওয়ার্ড ভুলে যান, তাহলে কোনোভাবেই ফোনে ঢুকতে পারবেন না। আপনার অনেক জরুরি কাজও আটকে যেতে পারে।

তবে চিন্তার কিছু নেই। আপনার যদি ভুলে যাওয়ার বাতিক থাকে, তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি ফোন আনলক করতে পারবেন।

Android Device Manager

প্রথমে নিজের স্মার্টফোন বা কম্পিউটার থেকে https://myaccount.google.com/find-your-phone-guide এই লিংকে ওপেন করুন। পরে ফোনের সঙ্গে লিঙ্ক থাকা গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন৷ পরে সেই লগ-ইনের তালিকাতে থাকা ডিভাইসটিকে আনলক করার জন্য বেছে নিন৷

এরপর ‘Lock your phone’ অপশনটি বেছে নিয়ে নতুন করে পাসওয়ার্ড দিন। যেটি আপনার ফোনের পুরনো পিন, প্যার্টান অথবা পাসওয়ার্ডটিকে রিপ্লেস করবে ৷ এবার ‘Lock’ অপশন ক্লিক করুন। সবশেষে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে নতুন পিন অথবা প্যার্টানকে সেট করুন ৷

Google Assistant

এছাড়াও ফোন আনলকের আরও একটি উপায় আছে। Google Assistant সঠিকভাবে সেট করার পর একটি অপশন আসবে ‘Unlock with voice’৷ ফিচারটি কাজ করবে আগে থেকে রেকর্ড থাকা ভয়েসের উপর।স্মার্টফোন আনলক করতে ফিচারটি অন থাকাকালীন বলুন ‘Ok Google’৷ ব্যাস তাহলেই আপনার ফোন আনলক হয়ে যাবে।

Advertisement
Share.

Leave A Reply