বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে নির্ভরতার এক নাম, গুগল ম্যাপ। এই ম্যাপ আমাদের জীবন যাত্রার মান অনেকটাই সহজ করে দিয়েছে। কেননা, কোন অপরিচিত জায়গা খুব সহজেই এই ম্যাপ ব্যবহার করে খুঁজে পাওয়া সম্ভব। শুধু তাই নয়, রেস্টুরেন্ট, অফিস, শপিং মল, সিনেপ্লেক্স এমন কি নিকটবর্তী বাসস্ট্যান্ডও যুক্ত হয়েছে এই ম্যাপের ফিচারে। একইসঙ্গে, অনেকে নিজের বাসার ঠিকানাও যুক্ত করেছেন এই ম্যাপে।
কি ভাবছেন? সবার বাসার ঠিকানা চটজলদি খুঁজে পাওয়া যায় গুগল ম্যাপে, কিন্তু আপনারটা না কেন। অধীর হওয়ার কিছুই নেই। চাইলে ম্যাপে নিজেই যুক্ত করে নিতে পারেন নিজের বাসার ঠিকানা। শুধু কিছু ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। ব্যস! কাজ মাত্র এটুকুই!
তাহলে চলুন, এখনই নিজের বাসার ঠিকানাটি গুগল ম্যাপে যুক্ত করে আসি। এর জন্য শুধু অনুসরণ করুন নিচের পদক্ষেপগুলো –
প্রথমে আপনার ডিভাইসটি হাতে নিন। যদি আপনার ফোনে ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলে সেই সংযোগ অন করুন।
এবার চলে যান গুগল ম্যাপে। সেখানে contribution নামের একটি আইকন দেখতে পাবেন। সেখান ক্লিক করুন।
সেখানে উপরের দিকে Add Place নামের একটি অপশন আসবে। সেখানে ক্লিক করুন।
এবার সেখানে কি যুক্ত করতে চান সেটি ঠিক করুন। কিছু ক্যাটাগরি দেখা যাবে। সেখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করুন।
যদি বাসার ঠিকানা যুক্ত করতে চান, তাহলে Residential নামের একটি ক্যাটাগরি দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
তখন বাসার ঠিকানা, বাসার নম্বর, ইত্যাদি অপশনগুলো সামনে চলে আসবে। সেগুলো পর্যায়ক্রমে যুক্ত করুন। পাশাপাশি, আপনি চাইলে ছবিও যুক্ত করতে পারবেন।
এবার Save নামের একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
আর যদি আপনি আপনার দোকানের ঠিকানা যুক্ত করতে চান, তাহলে store সিলেক্ট করুন।
পরে লোকেশনটির ছবি, মোবাইল নাম্বার, বন্ধ এবং খোলার সময় (অফিস, দোকান, স্কুল হলে) যুক্ত করার অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
পরবর্তী ধাপে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করুন। চাইলে এগুলো ফাঁকাও রাখতে পারেন। আর যদি দোকান বন্ধ এবং খোলার সময় যুক্ত করতে চান, Add hours এ ক্লিক করুন।
সেখানে Edit hours এ ক্লিক করে সময় দিয়ে দিতে পারবেন। তারপর save এ ক্লিক করুন।
পরবর্তীতে চাইলে বিস্তারিত তথ্য যুক্ত করতে পারবেন।
শেষ ধাপে বাসা কিংবা দোকানের লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করুন।
এর কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটি মেইল চলে আসবে। সেখানে বলা হবে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার এড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে।
যদিও ঠিকানাটি যুক্ত হতে ২৪ ঘন্টা সময় লাগবে না। তাও আগামী ২৪ ঘন্টা অপেক্ষা করুন। একদিন পরে নিজের বাসার ঠিকানা বা দোকানের ঠিকানা যুক্ত হয়ে যাবে গুগল ম্যাপে।