fbpx

জেনে নিন ঢাবি ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে ২১শে মে থেকে।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ তারিখ ঘোষণা করা হয়।

বৈঠক শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম জানান, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১শে মে, ‘খ’ ইউনিটের পরিক্ষা ২২শে মে, ‘গ’ ইউনিটের ২৭শে মে, ‘ঘ’ ইউনিটের ২৮শে মে এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত হয়েছে কমিটির বৈঠকে।

তিনি বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা হবে ১২০ নম্বরে। এর মধ্যে লিখিত ৪০, বহু নির্বাচনী বা এমসিকিউ ৬০ নম্বরের এবং এসএসসি ও এইচএসসি ফলের ওপর মূল্যায়ন থাকবে ২০ নম্বরের।’

এর আগে মঙ্গলবার ডিনস কমিটির সভায় পরিক্ষার সময়সূচি ও তারিখের বিষয়ে প্রস্তাব দেওয়া হয়।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর কারণে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আট বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply