fbpx

জেসএসিতে ভোকেশনালে ভর্তি আবেদন শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১ সাল থেকে জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রম চালুর পদক্ষেপ নিয়েছে সরকার। যার পরিকল্পনা হিসেবে দেশের ১০০টি উপজেলায় ১টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করা হবে।

আর সে লক্ষ্যে আগামী বছর থেকেই ২৫টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জেএসসি ভোকেশনাল শিক্ষাক্রমে পাঠদান শুরু হচ্ছে।

যেখানে সাধারণ ধারার বিষয়গুলোর সাথে ‘কর্মমুখী প্রকৌশল শিক্ষা’ নামের নতুন একটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড ইতোমধ্যেই একটি খসড়া নীতিমালাও তৈরি করেছে। তারা ২০২১ থেকে নতুন এ শিক্ষাক্রমে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে।

কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, জেএসসি ভোকেশনালে ভর্তি হতে শিক্ষার্থীরা ১৫ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। স্কুলের অফিসে এই ভর্তি সংক্রান্ত ফরম বিতরণ করা হবে। আর ১৭ জানুয়ারি লটারির মাধ্যমে ৮ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভর্তি করা হবে। আর ১৮ জানুয়ারি থেকে নতুন শিক্ষাক্রমে ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply