fbpx
BBS_AD_BBSBAN
৬ই ডিসেম্বর ২০২২ | ২১শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

জয়ের জন্য সায়নীর দৌড়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সায়নী ঘোষ। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেত্রীর পারফরমেন্স এখন বেশ জমে উঠেছে নির্বাচনী মাঠেও।  কদিন ধরেই প্রচারণায় বেরিয়ে দৌড়ে বেড়াচ্ছেন তৃণমূলের এই প্রার্থী।

জয়ের জন্য সায়নীর দৌড়

রাজনৈতিক দৌড়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

‘স্লো-মোশনে’ নায়িকাচিত দৌড় নয়। বরং অনেকটাই দৌড়বিদের মতো। টান পায়ে জোর দৌড়। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী সায়নী, প্রচারের জন্য নিয়মিত পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন এপাড়া থেকে ওপাড়া। সেই সময় প্রায়ই তাঁকে দৌড়তে দেখা যাচ্ছে।

জয়ের জন্য সায়নীর দৌড়

বাড়ির দরজায় দরজায় গিয়ে জনসংযোগ করছেন।
ছবি: সংগৃহীত

কখনও দৌড়ে পৌঁছেছেন বিক্ষুব্ধ জনতার কাছে।  কখনও মিছিল থেকে দৌড়ে সামনে এগিয়ে এসেছেন। আবার বাড়ির দরজায় দরজায় গিয়ে জনসংযোগ করছেন।

প্রচারে মূলত শাড়িই পরছেন সায়নী। সেই শাড়ির কুঁচি হাতে ধরে, পায়ে কালো স্নিকার্স পরে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া সায়নীর দৌড়ের ছবি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

জয়ের জন্য সায়নীর দৌড়

প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে অভিনন্দন জানালেন সমর্থকরাও।
ছবি: সংগৃহীত

নেটিজনরাও সায়নীর দৌড় উপভোগ করছেন।

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে, আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় সদ্য তৃণমূলে যোগ দেওয়ার সায়নী ঘোষের। এরপর থেকেই নিয়মিত প্রচারণা চালিয়ে আসছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

জয়ের জন্য সায়নীর দৌড়

নেটিজনরাও সায়নীর দৌড় উপভোগ করছেন।

Advertisement
Share.

Leave A Reply