fbpx

টাইগার এবং দিশার বিরুদ্ধে এফআইআর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টাইগার শ্রফ এবং দিশা পাটানি জুটি বলিউডে বরাবরই জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। শুধু পর্দায়ই নয়, বাস্তবেও তাদের রসায়ন চমৎকার। এবার এই জুটির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মুম্বাই পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোভিড বিধি অমান্য করে মুম্বাইয়ের রাস্থায় ঘুরে বেড়িয়েছেন।

বুধবার(২ জুন) জানা যায়, মঙ্গলবার দিশা ও টাইগার গাড়িতে ঘুরছিলেন। তাদের পথ আটকায় পুলিশ। কিন্তু দুজনের একজনও যথেষ্ট যুক্তি দিতে ব্যর্থ হয়, কেনো তারা এসময় বের হয়েছিলেন। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। জামিনযোগ্য অপরাধ বলে এখনও গ্রেফতার করা হয়নি তাদের।

ভারতের মহারাষ্ট্র সরকারের নিয়মে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। ১৫ জুন পর্যন্ত এই নিয়মে লকডাউন চলবে সেখানে।

Advertisement
Share.

Leave A Reply