fbpx

টাঙ্গাইলে একই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাশতলা এলাকার একটি বাসা একটি বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকালে তাদের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। আর আহত অবস্থায় একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন কাশতলা গ্রামের হযরত আলীর স্ত্রী জমেলা বেগম, ছেলের বউ সুমি আক্তার ও কালিহাতী উপজেলার সাতুটিয়া গ্রামের শাহজালাল।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, শ‌নিবার সকা‌লে উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেটা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তদন্তের পরই বিস্তারিত জানা যা‌বে।

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ার চড়াবাড়ি পাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের লাশ এবং এক পাঁচ বছরের এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্ক‌াজনক ।

Advertisement
Share.

Leave A Reply