fbpx

টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটারের দীর্ঘ যানজট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনার কারণে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ২২ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে থেমে থেমে চলছে যানবাহন।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে এলেঙ্গা ভুয়াপুর লিংক রোডের কাছে ঢাকাগামী একটি ট্রাক উল্টে গেলে এই জট সৃষ্টি হয়।

দুর্ঘটনার কারণে রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে এলেঙ্গার পুংলী পর্যন্ত অন্তত ১৪ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিহাতী উপজেলার এলেঙ্গা-ভুয়াপুর লিংক রোড এলাকায় ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে যানচলাচল বন্ধ হলে অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি  হয়। তবে ট্রাকটি উল্টে গেলেও কাউকে আহত হতে দেখা যায়নি। দুর্ঘটনায় পড়া ট্রাকটি আম বহন করছিল বলে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply