fbpx

টার্গেট ৩৯৫, জয় পেতে উইন্ডিজের দরকার ২৮৫ রান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জয়ের জন্য ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম টেস্টের শেষ দিনে উইন্ডিজকে সংগ্রহ করতে হবে আরও ২৮৫ রান।

এর আগে চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের বিশাল টার্গেট বেধে দেয় স্বাগতিক বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুতে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির বাজে সময়ে হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান এনকেরুমা বোর্ন ও কাইল মায়ার্স।

চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ৩৭ ও ১৫ রানে অপরাজিত আছেন কাইল মায়ার্স ও এনকেরুমা বোর্ন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০ (মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, মুশফিক ৩৮, লিটন ৩৮; জোমেল ওয়ারিক্যান ৪/১৩৩)। এবং ২য় ইনিংস: ২২৩/৮ (মুমিনুল হক ১১৫, লিটন ৬৯; রাহকিম কর্নওয়াল ৩/৮১, জোমাল ওয়ারিক্যান ৩/৫৭)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯/১০ (ব্রাফেট ৭৬, মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, দ্য সিলভা ৪২; মিরাজ ৪/৫৮)। এবং ২য় ইনিংস: ১১০/৩ (কাইল মায়ার্স ৩৭*, জন ক্যাম্পবেল ২৩, ক্রেগ ব্রাথওয়েট ২০; মিরাজ ৩/৫২)।

চতুর্থ দিনের খেলা শেষে ৩৮৫ রানে পিছিয়ে উইন্ডিজ।

Advertisement
Share.

Leave A Reply