fbpx
BBS_AD_BBSBAN
৯ই ডিসেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

টিকা উৎপাদনে সিনোফার্মের সাথে চুক্তি হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনের সিনোফার্মের সাথে বাণিজ্যিক চুক্তির পাশাপাশি যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

২ আগস্ট (সোমবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। এরপর সংবাদমাধ্যমে তিনি এ তথ্য জানান।

চীনের সিনোফার্মের কাছ থেকে টিকা কেনা শুরুর পর এক মাসে ৭০ লাখ টিকা এসেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সিনোফার্ম আমাদের নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে এবং এ মাসেও আরও টিকা আসবে।

এসময় মন্ত্রী বলেন, ‘আমার সাথে আলোচনার পর চীনের রাষ্ট্রদূত যৌথ উৎপাদনের খসড়া সমঝোতা স্মারক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই চুক্তি সইয়ের পর উৎপাদন শুরু করতে দুই মাস লাগতে পারে। এছাড়া আগস্ট থেকে তুরস্কের সঙ্গে সিনোফার্ম যৌথ উৎপাদনে যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply