fbpx

টিকা নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ পিএসসির

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিসিএস বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিজ্ঞাপিত যেকোনো পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে করোনাভাইরাসের টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আর ভবিষ্যতের কথা মাথায় রেখে টিকা গ্রহণের পর সার্টিফিকেট/প্রমাণপত্রও সংরক্ষণ করতে বলা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে পিএসসি কর্তৃক বিজ্ঞাপিত যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পরীক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ নিশ্চিতের পরামর্শ দেওয়া হলো।

সেখানে আরও বলা হয়, পরীক্ষার্থীদের নিজ উদ্যোগে করোনা টিকা গ্রহণ করতে হবে। এছাড়া টিকা গ্রহণের সনদ অথবা প্রমাণপত্র পরীক্ষার্থীদের সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হলো। পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা গ্রহণের জন্য সবাইকে অনুরোধ করা হলো।

Advertisement
Share.

Leave A Reply