ভারতীয় চিত্রগ্রাহক ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শুটের জন্য বলিইউডের তাবড় তাবড় তারকারা অপেক্ষা করে থাকে। সেই ডাব্বুর ফ্রেমে বন্দী হলেন সানি লিওন। এর আগেও অবশ্য ডাব্বুর ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী।
সানির এই ফটোশুট হয়েছে মুম্বাইয়ের জুহুর কাছে একটি হোটেলে।

সানি লিওন। ছবি: ইনস্টাগ্রাম
ছবিতে দেখা যাচ্ছে, একটি স্তম্ভে হেলান দিয়ে দাঁড়িয়ে সানি। গায়ে কোনো পোশাক নেই। তবে তিনি শরীর ঢেকেছেন বড় আকারের একটি টুপি দিয়ে। টুপির রঙের সঙ্গে মিলিয়ে উঁচু সরু হিলের জুতো তার পায়ে।
ছবির নীচে লেখা, ‘গ্রীষ্ম এসে গিয়েছে।‘
এমনইতেই সানী ভক্তরা যেকোনো লুকেই তাকে দেখতে ভালোবাসে। আর এই ছবি দেখে স্বভাবতই মুগ্ধ তার কোটি কোটি ভক্তরা। সেটা ছবির মন্তব্যেই বোঝা গেল। একের পর এক মন্তব্যে কেবল চোখে পড়ছে আগুন ও ভালবাসার চিহ্ন। স্বয়ং চিত্রগ্রাহকও নিজের তোলা ছবির নীচে সানিকে ভালবাসা জানিয়েছেন।

সানি লিওন। ছবি: ইনস্টাগ্রাম
গত বছর ডাব্বুর ফ্রেমেই একটি বিশাল আকারের বইয়ে সানির শরীর ঢাকা পরেছিল। কালো রঙের বইয়ের পিছনে সানিকে ‘মোহময়ী’ লেগেছিল সেই ছবিতে।