fbpx

টোকিও অলিম্পিক: ১৩ বছরের মমিজির সোনা জয়!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সবাইকে অবাক করে টোকিও অলিম্পিকের তৃতীয় দিন শেষে ৮ স্বর্ণ নিয়ে পদক তালিকার শীর্ষে স্বাগতিক জাপান। ৭ স্বর্ণ নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র, তাদের পিছনে ৬ সোনা নিয়ে তৃতীয় দিন স্বর্ণবিহীন থাকা চীন। কানাডার হয়ে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন নারী সাঁতারু ম্যাগি ম্যাক নিল। অস্ট্রেলিয়ার সফটবল ইতিহাসে প্রথমবার কোনো পদক ছাড়াই ঘরে ফিরতে হচ্ছে তাদের। মাত্র ১৩ বছর বয়সে সোনা জিতেছেন জাপানের স্কেটবোর্ডিং এথলেট নিশিয়া মমিজি।

টোকিও অলিম্পিক: ১৩ বছরের মমিজির সোনা জয়!

১৯৯৬ আতলান্তা অলিম্পিকের পর আবার সোনা জিতলো রাশিয়া অলিম্পিক কমিটি। আর্টিস্টিক জিমনেস্টিক্সের পুরুষ দলীয়তে সোনা জিতেছেন আর্তুর দালালোয়ান এবং নিকিতা নাগোর্নি। এবারের অলিম্পিকে সোমবার প্রথম সোনা জিতেছে কানাডা। ১০০ মিটার বাটারফ্লাই সাঁতারের নারী এককে সোনা জিতে কানাডাকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন ২১ বছর বয়সী ম্যাগি ম্যাক নিল।

পুরুষদের আর্চারির দলীয়তে সোনা জিতেছে রিপাবলিক অফ কোরিয়া। নিজের অলিম্পিক অভিষেকে সোনা জিতেছেন বৃটেনের থমাস পিডকক। যেটা আবার বৃটেনের ইতিহাসে মাউন্ট্যান বাইকে প্রথম পদক। নিজের সপ্তম অলিম্পিক খেলতে এসে প্রথম পদক জিতেছেন কুয়েতের শ্যুটার আবদুল্লাহ আল রাশিদি। কুয়েতকে এনে দিয়েছেন ব্রোঞ্জ।

প্রথমবারের মতো যুক্ত হওয়া স্কেটবোর্ডিংয়ে স্বাগতিক জাপানের জয়জয়কার। অলিম্পিক অভিষেক আসরেই সোনা জিতেছেন দুই জাপানি হরিগোম ইউতো এবং নিশিয়া মমিজি। অবাক করা ব্যাপার, নিশিয়া মমিজির বয়স মাত্র ১৩ বছর। ১০০ মিটার বুক সাঁতারে সোনা জিতেছেন বৃটেনের অ্যাডাম পেটি।

Advertisement
Share.

Leave A Reply