fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

‘ট্রাম্প ও বাইডেন একই রকম’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, ট্রাম্প ও বাইডেন একই রকম। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রেসিডেন্ট পরিবর্তনে আমেরিকার সর্বগ্রাসী নীতির কোনও পরিবর্তন হয় না।

বিগ্রেডিয়ার জেনারেল শেকারচি বুধবার (১০ মার্চ) তেহরানে এক সামরিক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

‘ট্রাম্প ও বাইডেন একই রকম’

ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি। ছবি: সংগৃহীত

জেনারেল শেকারচি বলেন, ‘মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপ নীতির মোকাবিলায় আমাদের অবস্থান হচ্ছে, তাদেরকে অবশ্যই এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। আর আমরা এই নীতি-অবস্থান থেকে কখনোই সরে আসব না।’ মার্কিন সেনাদের একদিন মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, ‘জো বাইডেন আমেরিকার ক্ষমতা গ্রহণ করার পর ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির কোনো পরিবর্তন হয়নি। আমাদের দৃষ্টিতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনও পার্থক্য নেই। প্রতিটি মার্কিন সরকার সাম্রাজ্যবাদী, আধিপত্যকামী, জালিম ও লুটেরা সরকার।’

তিনি আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাম্রাজ্যবাদী নীতি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাস্তবায়ন করত আর বাইডেন একই নীতি বাস্তবায়ন করছে ধূর্ত কৌশলের সঙ্গে। কাজেই আমাদেরকে আমেরিকার প্রতিটি আচরণ সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

Advertisement
Share.

Leave A Reply