fbpx

ডলার কেনা-বেচায় দামের ব্যবধান সর্বোচ্চ ১ টাকা: বাংলাদেশ ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডলার কেনা-বেচায় দামের ব্যবধান (স্প্রেড) সর্বোচ্চ কত হতে পারবে, তা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে জানানো হয়, যে দরে ডলার কেনা হবে, বিক্রির দাম তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি হতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ব্যাংকগুলো যে দরে ডলার কিনবে, তার সঙ্গে বিক্রয় মূল্যের একটি সিলিং করতে হবে। সব ব্যাংক এটি ফলো করবে বলে তারা জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যবেক্ষণ করবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ডলার কেনা ও বেচার ওই ব্যবধান হবে সর্বোচ্চ ১ টাকা।

Advertisement
Share.

Leave A Reply