fbpx
BBS_AD_BBSBAN
১লা ডিসেম্বর ২০২৩ | ১৬ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

ডার্বি ম্যাচে গোলশূন্য ড্র!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ম্যাড়ম্যাড়ে এক ম্যাচ দেখা গেলো দুই নগর প্রতিদ্বন্দ্বির লড়াইয়ে। সাধারণত ডার্বি ম্যাচে থাকে আলাদা ঝাঁঝ, উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানসিটির ম্যাচটিতে ছিলোনা তার ছিঁটেফোঁটাও। গোলশূন্য ড্র’তেই শেষ হয় ডার্বি ম্যাচ।

৯০ মিনিটের ম্যাচে ইংলিশ দুই জায়ান্টই পুরণ করতে পারেনি প্রত্যাশা। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ খেলেছে অনেকটাই রক্ষনাত্মক ফুটবল। সময়টা ভালো যাচ্ছেনা রেড ডেভিলদের। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সোলশারের শিষ্যরা। লিগ টেবিলেও দিন দিন নীচে নামছে।

অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট নিশ্চিত করা ম্যানসিটিকেও খুঁজে পাওয়া যায়নি ওল্ড ট্র্যাফোর্ডে। উল্লেখযোগ্য কোন আক্রমণই ছিলোনা পুরোম্যাচে। পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হয় ডার্বি ম্যাচ।

জিতলে পয়েন্ট তালিকায় ইউনাইটেডকে টপকে যাওয়ার সুযোগ ছিল সিটির। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে পেপ গার্দিওলার শিষ্যরা আছে নয় নাম্বারে। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে আট-এ ইউনাইটেড।

Advertisement
Share.

Leave A Reply