fbpx

ডিএনসিসির সব গাড়িতে সিসি ক্যামেরা, জিপিএস ট্র্যাকার বসানো হবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সম্প্রতি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দুই ট্রাক চাপায় দুইজন নিহত হবার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে জেরে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব গাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জিপিএস ট্র্যাকার লাগানো হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

৩০ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে ডিএনসিসির সভাকক্ষে চালকদের সঙ্গে আলোচনা সভায় মেয়র একথা জানায়। এছাড়া চালকদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন মেয়র।

এসময় নিজে বাসায় শুয়ে বসে বদলি চালক দিয়ে গাড়ি চালানো যাবে না বলেও চালকদের হুঁশিয়ারি দেন মেয়র। এর প্রমাণ পাওয়া গেলে চাকরিচ্যুত করা হবে। সব গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো হবে। প্রতিটি গাড়ি কোথায় যায়, কখন বের হয়- সবকিছুর রেকর্ড রাখা হবে। এসব নির্দেশনা না মানলে বিদায় দেওয়া হবে বলেও জানান তিনি।

ডিএনসিসির সব গাড়ির বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) নিবন্ধন ও নিয়মিত ফিটনেস পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন মেয়র।

এছাড়া বর্জ্যের কোনো গাড়ি দিনে চালানো যাবে না। তবে জরুরি প্রয়োজনে কিছু গাড়ি চলবে।প্রত্যেক চালকের লাইসেন্স থাকতে হবে এবং সেটা সঙ্গে রাখতে হবে।

Advertisement
Share.

Leave A Reply