fbpx

ডিএসইতে আবার লেনদেন শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি জটিলতার কারণে লেনদেন বন্ধ থাকার এক ঘণ্টা ২০ মিনিট পর আবারও তা শুরু হয়েছে।

আজ রবিবার (১৮ জুলাই) সপ্তাহের প্রথম দিন সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পরে বেলা ১১টা ৮ মিনিটে তা বন্ধ হয়ে যায়। এরপর কারিগরি ত্রুটির কথা জানিয়ে ডিএসইর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরবর্তীতে, বেলা সাড়ে ১২টায় কারিগরি ত্রুটি সমাধানের পর লেনদেন আবারও শুরু হয়। তখন ডিএসইর ওয়েবসাইটে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, লেনদেন কখন শেষ হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২২ পয়েন্টে উঠেছিল। আর লেনদেন হয়েছিল ৫২৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। পরে, লেনদেন আবার শুরু হলে এক দফা পতনের পর আবার কিছুটা বেড়েছে সূচক। বেলা পৌনে ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত, ডিএসইএক্স ছিল ৬ হাজার ৩২৮ পয়েন্টের ঘরে, যা আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেশি।

উল্লেখ্য, ব্যাংকের লেনদেনের সময়ের সাথে মিল রেখে সপ্তাহে ৫ দিন বেলা আড়াইটা পর্যন্ত পুঁজিবাজারে চলছিল লেনদেন।

Advertisement
Share.

Leave A Reply