fbpx

ডিসেম্বরে ২ কোটি লোককে করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কবে আসছে করােনার টিকা? এই প্রশ্নটা এখন বিশ্বের অধিকাংশ মানুষের। তবে টিকা তৈরির দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। দেশটা এরই মধ্যে ঘোষণা দিয়েছে ডিসেম্বরের প্রথমার্ধেই তারা টিকা দেয়ার কাজ শুরু করবে।

২২ নভেম্বর দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের এক স্বাস্থ্য কর্মকর্তা এ খবর জানান। এর আগে ২০ নভেম্বর মার্কিন কোম্পানী ফাইজার ও তার জার্মান অংশীদার বায়োএনটেক তাদের তৈরি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে। এছাড়া মার্কিন কোম্পানী মর্ডানা তাদের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের টিকাদান কর্মসূচির প্রধান মুনসেফ সালোয়ি সিএনএনকে বলেছেন, ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশান(এফডিএ) অনুমোদন দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকা দান কেন্দ্রগুলোতে টিকা পৌঁছানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

সালেয়ি টিকা দেয়ার কাজ শুরুর নির্দিষ্ট দিনক্ষণও জানান। ডিসেম্বরের ১১/১২ তারিখ থেকে টিকা দেয়া শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।

ফাইজারের টিকার বিষয়ে সিদ্ধান্ত নিতে এফডিএ’র ভ্যাকসিন উপদেষ্টারা ১০ ডিসেম্বর বৈঠকে বসবেন।

সালোয়ি জানান, ডিসেম্বরেই প্রায় ২ কোটি লোককে টিকা দেয়া হবে। এর পর প্রতি মাসে ৩ কোটি লোককে পর্যায়ক্রমে টিকার আওতায় নেয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply