fbpx

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০৭ জন হাসপাতালে ভর্তি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ।

সবমিলিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৮৩১ জন। চলতি বছরেই এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭ জনের।

১৫ সেপ্টেম্বর (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত ৩০৭ জনের মধ্যে ২৪৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ৬৩ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৯১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে, ঢাকার সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ১ হাজার ৯২ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ১৯৯ জন রোগী ভর্তি আছেন, নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি মাসে এ পর্যন্ত মোট ৪ হাজার ৪৭৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জনের, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জনের, জুন মাসে ২৭২ জনের এবং মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply