fbpx

ডেন্টালে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ সেপ্টেম্বর সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোতে প্রথম বর্ষ বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা কোভিড-১৯ প্রটোকল বা কোভিড-১৯ ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির মতামত অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

৬ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া ভর্তি পরীক্ষাসংক্রান্ত বাকি সব শর্ত অপরিবর্তিত থাকবে।

করোনার কারণে বিডিএস এর ভর্তি পরীক্ষা কয়েক দফায় পেছানো হয়। এখন এই পরীক্ষার চূড়ান্ত তারিখ ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হলো।

এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে ৯৭ জন শিক্ষার্থী।

Advertisement
Share.

Leave A Reply