fbpx

ড্র’তেই গর্বিত টাইগার দলপতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ ড্র করেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে দাপটের সাথে জিতলেও হাগলি ওভালে বরণ করতে হয়েছে শোচনীয় হারের স্বাদ। তবুও দেশের বাইরে সিরিজ ড্র করাকে টাইগারদের জন্য বড় সাফল্য হিসেবেই মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সেইসাথে, প্রথম টেস্টের জয়ের নায়ক ইবাদত হোসেন এবং দ্বিতীয় টেস্টের সেঞ্চুরিয়ান লিটন দাসকে সাবাসি দিতেও ভুল করেননি তিনি।

“দেশের বাইরে সিরিজ ড্র করতে পেরে অত্যন্ত গর্ববোধ করছি। প্রথম টেস্টের ফলাফলে অনেক খুশি ছিলাম, তবে দ্বিতীয় টেস্টে আমি হতাশ”- বলছিলেন মুমিনুল। 

প্রথম টেস্টে ৮ উইকেটে জয়ের পর অনেকটা চাপ বেড়ে গিয়েছিল মুমিনুল বাহিনীর জন্য। শেষ টেস্টে হারতে হয়েছে ইনিংস এবং ১১৬ রানের ব্যাবধানে। দেশের বাইরে ভালো খেলার জন্য মানসিকভাবে চাপমুক্ত থাকাটা জরুরী বলেই মনে করেন তিনি,  “প্রথম টেস্ট জেতার পর এটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। দেশের বাইরে কেমন খেলব, সেটা নির্ভর করে মাইন্ডসেটের উপর।“

শেষটা রাঙ্গাতে না পারলেও লিটনের শতকই ছিল টাইগারদের আনন্দ উৎযাপনের একমাত্র উপলক্ষ। আর প্রথম টেস্টের জয়টা এসেছিলো ইবাদতের হাত ধরেই। তাই তো ট্রফি ভাগাভাগির সুযোগ পেয়েছে বাংলাদেশ। সিরিজ শেষে তাই এই দুই টাইগারদের জন্য প্রশংসার বাণী ঝরলো অধিনায়কের মুখ থেকে, “প্রথম টেস্টে ইবাদত দারুণ বোলিং করেছিল। দ্বিতীয় টেস্টে লিটনও অসাধারণ ব্যাটিং করেছে। ওর খেলা দেখে কখনোই মনে হয়নি যে, এটা খুব বেশি কঠিন পিচ ছিল।“    

Advertisement
Share.

Leave A Reply