fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

ঢাকায় নেমেই কলকাতায় উড়াল দিলেন ফারিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ঢালিউড তারকাদের একজন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করছেন নিয়মিত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা। এই প্রদর্শনীতে অংশ নিতেই কানাডায় গিয়েছিলেন নুসরাত ফারিয়া। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া।

কানাডার যাবতীয় কাজ শেষ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফিরেন ফারিয়া। কিন্তু শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উড়াল দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে।

জানা গেছে, নুসরাত ফারিয়া কলকাতায় একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিবেন। এছাড়াও নতুন সিনেমা নিয়ে বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে মিটিংয়ে অংশ নিবেন।

ফারিয়া জানান, আগামীতে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘রকস্টার’ ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দুটি। ‘রকস্টার’ আসছে পূজায় কলকাতায় মুক্তি পাবে। এ বছর দেশে মুক্তি পাবে ‘মুজিব’। এছাড়া সামনে আরও নতুন একটি গান আসছে।

Advertisement
Share.

Leave A Reply