ঢাকার সবগুলো খালের দায়িত্ব পাচ্ছে দুই সিটি করপোরেশন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আগামী জানুয়ারি থেকেই খালগুলোর দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
১২ ডিসেম্বর ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইডের যৌথ উদ্যোগে, ওয়াসা ভবনে আয়োজিত ‘হাত ধোয়ার গাড়ি’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী জানান, খালের দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে কাজ করছে একটি কমিটি। কমিটির রিপোর্ট পাওয়ার পরেই
খাল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বর্ষায় বাউনিয়া খাল। ছবি : সংগৃহীত
ঢাকাকে ঘিরে ৭৫টি খালের অবস্থান থাকলেও বর্তমানে ৫৮টি খালের অস্তিত্ব রয়েছে বলে জানিয়েছে নদী রক্ষা কমিটি। তবে যেগুলোর অস্তিত্ব রয়েছে সেগুলোর বেশির ভাগও এখন দখল-ভরাটের কবলে।
বর্তমানে যেসব নদী ও খালের অস্তিত্ব রয়েছে সেগুলোও দখলের কবলে পরে আকারে ছোট হয়ে পড়েছে। বালি ফেলে ভরাট,কলকারখানার রাসায়নিক বর্জ্যে এই সবের কারণে অস্তিত্ব হারাচ্ছে খালগুলো। তবে দখল হয়ে যাওয়া ঢাকার চারপাশের নদী-নালা, খাল দ্রুতই দখলমুক্ত করাসহ প্রয়োজনে সংবিধান অনুযায়ী আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।