fbpx

ঢাকার সাথে আবারও উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চার ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ঢাকার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হলো উত্তর-পশ্চিমাঞ্চলের। এর আগে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তেলবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বন্ধ ছিল উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ।

জানা গেছে, সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেল-সড়কের উল্লাপাড়া উপজেলার মোহনপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক ঢাকা নামের তেলবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি যখন মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউডারে আউটার সিগন্যালের কাছে পৌঁছায়, তখনই এর ইঞ্জিন বিকল হয়। চালকের অনেক চেষ্টাতেও ইঞ্জিন চালু করা সম্ভব হয়নি। এর ফলে, বন্ধ রয়েছে ঢাকার সাথে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ।

ট্রেনটি উদ্ধারের জন্য বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে একটি লাইট ইঞ্জিন আনা হয়েছে বলে জানালেন স্টেশন মাস্টার। লাইট ইঞ্জিন দিয়েই ইঞ্জিন বিকল হওয়া তেলের ট্রেনটি উদ্ধার করে রেল যোগাযোগ আবারও স্বাভাবিক করা হলো।

Advertisement
Share.

Leave A Reply