fbpx

ঢাকায় আসলেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গহি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকায় এসে পৌঁছেছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গহি। তিনি ২৭ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁকে স্বাগত জানান।

ঢাকা সফরকালে তিনি প্রথমে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে বৈঠকে বসবেন ওয়েই ফেঙ্গহি। 

এ বৈঠকে দু’দেশের প্রতিরক্ষা বিষয়ে ও  টিকা সহযোগিতা বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া দু’দেশের সঙ্গে কূটনীতিক, বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও সামরিক সহযোগিতা আরও জোরদার করাসহ ভূরাজনৈতিক বিষয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

বর্তমানে করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় চিন থেকে টিকা পাবার বিষয়ে আগ্রহী বাংলাদেশ। তাই মনে করা হচ্ছে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সফরে টিকা ইস্যুও বিশেষ গুরুত্ব পাবে

বিকেলে তাঁর  শ্রীলঙ্কার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করার কথা রয়েছে ।

 

Advertisement
Share.

Leave A Reply