fbpx

ঢাকায় সাড়ে ৩ হাজার মাদক কারবারি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শুধু ঢাকা বিভাগেই তিন হাজার মাদক কারবারি রয়েছে। সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের করা একটি তালিকায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির জানায়, শিগগিরই তালিকা ধরে অভিযান শুরু করবে তারা।

২৪ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফরের ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা বিভাগের প্রধান ও অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এর আগেও মাদক কারবারীদের তালিকা তৈরি করেছিল। দুই মাস আগে পূর্বের তালিকা হালনাগাদ করা হয়েছে। ঢাকা বিভাগের মাদক কারবারিদের গ্রেফতারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভিন্ন অভিযান পরিচালনার জন্য লোকবল ও লজিস্টিক সার্পোট কিছুটা বেড়েছে বলেও মনে করছেন পরিচালক ফজলুর রহমান।

Advertisement
Share.

Leave A Reply