fbpx

ঢাকা-কলকাতা ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর থেকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রবিবার (৫ সেপ্টেম্বর) থেকে এয়ার বাবল চুক্তির আওতায় ঢাকা-কলকাতা-ঢাকা এবং ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ৮ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে বেবিচকের দেওয়া এক নির্দেশনায় বলা হয়, এয়ার বাবল চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে। ফলে ৪ সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply