fbpx

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ আবারও স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় সাড়ে সাত ঘণ্টা পর ঢাকার সাথে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওই রুটে আবারও ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে তা লাইনচ্যুত হয়। এরপরই ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে বিকেল ৫টার দিকে ট্রেনের তিনটি বগি উদ্ধার করা হয়। লাইন মেরামত শেষে সন্ধ্যা ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খাইরুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement
Share.

Leave A Reply