fbpx

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, নিহত ১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। শনিবার সকাল ৯টার দিকে শ্রীনগর উপজেলার চালতিপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তুষার রাজবংশী (৪৫)। তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, শনিবার স্বাধীন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এসময় পিকআপে থাকা মাছ ব্যবসায়ী ওই ব্যক্তি নিহত হয়। ঘটনায় বাসের সামনের অংশও দুমড়ে মুচড়ে যায়।

যাত্রীরা জানান, এ ঘটনায় আরও অন্তত ২ জন গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে ঘটনার পর থেকেই বাস ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পিকআপভ্যান ও বাসটিকে হাইওয়ে থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। এরপর সড়ক যোগাযোগ সচল হয়েছে বলে জানিয়েছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

Advertisement
Share.

Leave A Reply