fbpx

ঢাবির ভর্তি পরিক্ষা ২১ মে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হবে ২১ মে।

১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ প্রস্তাবনা দেয়া হয়। ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রস্তাব অনুযায়ী, ৮ মার্চ থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এবং তা ৩১ মার্চ পর্যন্ত চলবে বলে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান জানিয়েছেন, ডিনস কমিটির সভায় পরিক্ষার সময়সূচি ও তারিখের বিষয়ে প্রস্তাব আকরে তুলে ধরা হয়েছে। জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় সেটি চূড়ান্ত হবে।
ডিনস কমিটির প্রস্তাব অনুযায়ী, ২১ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২২ মে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের, ২৭ মে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের, ২৮ মে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ‘ঘ’ ইউনিটের এবং ৫ জুন ভর্তি পরিক্ষা হবে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারীর কারণে ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আট বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
Share.

Leave A Reply