fbpx

তথ্য মন্ত্রণালয়ের নাম বদল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হলো ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’। আর ইংরেজিতে এই মন্ত্রণালয়কে অভিহিত করা হবে ‘Ministry of Information and Broadcasting’ নামে।

সোমবার (১৫ মার্চ) মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে নতুন নামটি ঘোষণা করে সরকার। পাশাপাশি, প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ আইন সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) ধারায় দেওয়া ক্ষমতায় তথ্য মন্ত্রণালয়ের নামের এই পরিবর্তন এনেছে।

তথ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগের চেয়ে সম্প্রচারের বিষয়টি এখন ব্যাপক আকার ধারণ করেছে। তথ্য মন্ত্রণালয়ের কাজের পরিধিতে একটি বড় অংশ জুড়ে রয়েছে ইলেক্ট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম সংক্রান্ত কাজ। তাই মন্ত্রণালয়ের নামের সাথে ‘সম্প্রচার’ শব্দটি যোগ করার সিদ্ধান্ত নেয়া হয়।

শীঘ্রই নতুন এ নাম কার্যকর করা হবে বলে জানানো হয় মন্ত্রণালয় থেকে।

Advertisement
Share.

Leave A Reply