fbpx

তবে কি খুঁড়িয়েই হোয়াইট হাউজে ঢুকবেন বাইডেন!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সদ্যসমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন গত শনিবার তার একটি জার্মান শেফার্ড কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে আঘাত পান।

তবে জো বাইডেন থেমে নেই। পায়ের আঘাত নিয়েই তিনি ব্যস্ত সময় পার করছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) জো বাইডেন তার মনোনীত অর্থনীতি টিমের পরিচিতিমূলক অনুষ্ঠানে যোগ দিতে ছুটে গেছেন ডেলাওয়ারের উইলমিংটনে। সেখানে তার পায়ে দেখা গেছে সুরক্ষা বুট।

এরইমধ্যে, জো বাইডেন পায়ের সমস্যা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন। তার ব্যক্তিগত ডাক্তার কেভিন ও’কনোর জানিয়েছেন, প্রাথমিক এক্সরেতে তার পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি, সিটি স্ক্যান করে বিস্তারিত জানা যাবে।

তবে কি খুঁড়িয়েই হোয়াইট হাউজে ঢুকবেন বাইডেন!

ভাঙা পা এভাবেই তুলে ধরে পোজ দিলেন জো বাইডেন। ছবি : সংগৃহীত

পরে সিটি স্ক্যান করে দেখা গেছে যে, বাইরের ডান পায়ের মাঝখানের দু’টি ছোট হাড় ভেঙেছে। ডাক্তার ও’কনোর বলেন, মনে করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহ বাইডেনকে সুরক্ষা বুট পরতে হবে।

আগামী ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এ অবস্থায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারলে তাকে হয়ত ভাঙা পা নিয়েই হোয়াইট হাউজে উঠতে হবে।

জো বাইডেনের পা ভাঙার খবর শুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটা করে বলেছেন, ‘দ্রুত সেরে উঠুন’।

Advertisement
Share.

Leave A Reply