fbpx

তরুণদের মেধা, জ্ঞানকে কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তরুণ প্রজন্মকে নিয়ে বর্তমান সরকার নানা কর্মসূচি ও নীতি হাতে নিয়েছে, ফলে তরুণরা একদিকে যেমন নিজের পায়ে দাঁড়াতে পারে, পাশাপাশি নিজেরাও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

দেশের তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে সমান তালে চলতে প্রস্তুত হওয়ার আহ্বান  জানান। বলেন, প্রযুক্তির সঙ্গে পা মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আমি বলব, তরুণদের যে মেধা, জ্ঞান, তা বিকশিত করার জন্য এবং নিজেদের পায়ে দাঁড়াতে হবে, সেইভাবে তাদের কাজ করতে হবে। তরুণদের মেধা, জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশ গড়তে চাই।’

গত ১২ বছরে বাংলাদেশের যে অর্জন, তা হুট করে হয়নি উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমাদের সরকারের নীতি ও কর্মসূচির দ্বারাই এটা সম্ভব হয়েছে। সেখানে আমরা সব সময় চেয়েছি, আমাদের তরুণ সমাজ নিজের পায়ে দাঁড়াবে, নিজের কাজ নিজে করবে এবং আরও অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেভাবেই কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

প্রযুক্তিনির্ভর বিশ্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘একই ধারায় পৃথিবী চলে না, সমাজ চলে না। বিশ্ব বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। প্রতিনিয়ত এই ক্ষেত্রে বিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত এই ক্ষেত্রে বিবর্তন আসছে। উন্নত প্রযুক্তি আসছে। সেই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’

প্রযুক্তির সঙ্গে পা ফেলে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘যদি এই পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। আর সেই পরিবর্তনটা সব সময় যুবসমাজরা আনে, আনতে পারে। জ্ঞান-মেধাই কিন্তু তাদের সেই সুযোগটা দেয়।’

একই অনুষ্ঠানে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কারও ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের মেধা ও পরিশ্রম দিয়েই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়।

সজীব ওয়াজেদ বলেন, ‘আমাদের আওয়ামী লীগের বিশ্বাস, আমরা বাঙালি। আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি। আমরা নিজেরা লড়াই করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা কেউ আমাদের হাতে তুলে দেয়নি। সেভাবেই উন্নয়ন ও সোনার বাংলা বাস্তবায়ন করছি নিজেদের শ্রম আর মেধা দিয়ে। আমরা কারও ওপর নির্ভরশীল নই।’

বক্তব্য শেষে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করেন সজীব ওয়াজেদ জয়। এই পদক পেতে এবার আবেদন করে সাত শতাধিক সংগঠন। যাচাই-বাছাই শেষে ৩১টি সংগঠনকে রাখা হয় চূড়ান্ত তালিকায়। অধিকতর যাচাই-বাছাই শেষে ১৫ ব্যক্তি ও সংগঠনকে দেয়া হয় এই সম্মাননা।

Advertisement
Share.

Leave A Reply