fbpx

‘তাঁর ছবি খুলে দিয়েছিল আমাদের মন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সত্যজিৎ রায়। বাংলা ছবির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র বলা যায় তাকে।

বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় ১৩তম স্থান নেওয়া এই মানুষটি ১৯২১ সালের ২ মে কলকাতা শহরের রায় পরিবারে জন্মগ্রহণ করেন।

মূলত বিজ্ঞাপন সংস্থায় কাজের মধ্যে দিয়েই শুরু ক্যারিয়ার। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘পথের পাঁচালি’ তাঁকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি এনে দেয়। ‘চারুলতা’, ‘আগন্তুক’, ‘নায়ক’-এর মতন দুর্দান্ত সিনেমাগুলি তাঁরই সৃষ্টি।

এই কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতার শততম জন্মদিনে তাকে স্মরণ করে লিখেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি লিখেন, ‘বামনদের ভূখণ্ডে তাঁর মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁচু হয়ে গিয়েছিলেন যে সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।

কিশোরীবেলায় তাঁর লেখায় ছিল আমাদের আনন্দের পৃথিবী। কিছুটা বড়বেলায় তাঁর ছবি খুলে দিয়েছিল আমাদের মন। বাংলা হয়ে উঠেছিল আরও নিজের। বুঝেছিলাম, মানুষের অন্ত নেই।
পৃথিবীর এক ভাঙা কোণে ছবি বানিয়ে পৃথিবীর চলচ্চিত্রকে তুলে নিয়ে গিয়েছিলেন অনেক ওপরে।

আজ সত্যজিৎ রায়ের শততম জন্মদিন। আমরা এখনো ফিরে আসছি তাঁর ছবির কাছে। একশ বছর পরে বোধ করি আরও বেশি করে ফিরে আসতে হবে।’

এদিকে সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশ বিদেশে বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।

Advertisement
Share.

Leave A Reply