fbpx

তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৫ মাত্রার ভূমিকম্প

Pinterest LinkedIn Tumblr +

তাইওয়ানের উত্তর-পূর্বাঞ্চলে রবিবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ১১ মিনিটে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে এটি ৬ দশমিক ২ এর কম মাত্রার ছিল।

কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর-পূর্বাঞ্চলীয় ইলান কাউন্ট্রিতে এবং ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬৭ কিলোমিটার (৪২ মাইল) গভীরে।

ইলানের একজন সাংবাদিক জানিয়েছেন, ভূকম্পনটি প্রায় ৩০ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে মনে হয়েছে। সেখানে বাড়ির দেয়াল কাঁপছিল। এটি বেশ শক্তিশালী ছিল। তবে, তার আশপাশে কোনো ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

স্থানীয়রা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের বিষয়টি জানিয়েছেন।

Share.

Leave A Reply