Advertisement
তানভীর তারেকের আমন্ত্রণে প্রথমবারের মত রকস্টার বাবা আইয়ুব বাচ্চুকে নিয়ে কথা বলবেন ফাইরুজ সাফরা আইয়ুব। ‘জীবন যেখানে যেমন’ অনুষ্ঠানে সরাসরি অংশ নিবেন আইয়ুব বাচ্চুর কন্যা।
১৮ সেপ্টেম্বর শনিবার, বিকেল ৩টায় তারভীর তারেকের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখা যাবে।
গেল দেড় বছরে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন অনেক তারকা। রকস্টারকে নিয়ে বেশেষ আলোচনা থাকছে ৭৮তম পর্বে।
জনপ্রিয় কিংবদন্তী আইয়ুব বাচ্চু না থাকার দুই বছর পেড়িয়েছে। প্রিয় এই গায়কের জন্য ভালবাসা আর কৌতুহলের শেষ নেই ভক্তদের। শিল্পীর ব্যান্ড, গিটার, গান, স্টুডিও সব কিছু নিয়েই কথা বলবেন সাফরা আইয়ুব।
Advertisement